ঢাকা সোমবার, মে ১২, ২০২৫
ফরিদপুরে তথ্য অধিকার আইন-২০০৯ অবহিতকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২১-০৬-১২ ১৪:২৮:৩৮

“ফরিদপুরে তথ্য অধিকার আইন-২০০৯” অবহিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ১২ই জুন সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণলয়ের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণলয়ের যুগ্ম-সচিব(প্রশাসন) আবুল বায়েছ মিয়া। 

  কর্মশালার মূল আলোচক ছিলেন দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণলয়ের উপ-সচিব(প্রশাসন) শায়লা ইয়াসমিন। 

  ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী, ইয়াছিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা প্রমুখ। 

এই প্রজন্মই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষাকবচ ঃ মাহফুজ আলম
সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক  প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় ঃ তথ্য উপদেষ্টা
পবিত্র ঈদুল আযহায় সরকারী ছুটি ১০দিন
সর্বশেষ সংবাদ