মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৩ই জুন সকালে মৎস্য ভবনের সম্মেলন কক্ষে জাটকা ও ইলিশ সংরক্ষণ বাস্তবায়ন পরবর্তী ঢাকা বিভাগীয় মূল্যায়ন কর্মশলা অনুষ্ঠিত হয়।
মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ মোঃ আলমগীরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়ালে অংশগ্রহণ করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেব পিএস হাসান আহমেদ চৌধুরী ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জিয়া হায়দার চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সকল জেলা মৎস্য কর্মকর্তা সহ অন্যান্যরা।
কর্মকর্তারা এ সময় জাটকা ও ইলিশ সংরক্ষণ অভিযানের সুবিধা অসুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।