র্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল গত শনিবার গভীর রাতে ফরিদপুর জেলার সদরদী গ্রামে অভিযান চালিয়ে ৩৬০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউপির রামনগর গ্রামের তোফাজ্জেল হোসেন মোল্লার ছেলে সিরাজুল ইসলাম(৩৮) ও লক্ষনদিয়া গ্রামের মৃত ইয়াদ আলী ফকীরের ছেলে কামাল ফকীর(৫২)।
র্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আবদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফরিদপুর জেলার সদরদী গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এ সময় সেখানে অভিযান চালিয়ে ৩৬০ পিস ইয়াবা, ৭ ট সীম কার্ড, ৪টি মোবাইল ফোন ও ১টি মোটর সাইকেলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। গতকাল ১৩ই জুন উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত ফরিদপুরের কোতয়ালী থানায় হস্তান্তর পূর্বক তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।