রাজবাড়ী জেলায় নতুন করে আরো ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত কয়েকদিনে সংক্রমণ বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ বেড়েছে।
এ নিয়ে রাজবাড়ীতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৬৮ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৪হাজার ১২৫ জন। এছাড়াও মৃত্যুবরণ করেছে ৩৭ জন। গতকাল ১৩ই জুন বিকালে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘন্টায় র্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৬জন, পাংশায় ৫জন এবং কালুখালী উপজেলায় ১জনসহ মোট ১২জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। এ জেলায় ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে ১৩ই জুন পর্যন্ত মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৬৮ জন। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৯৪ জন। হাসপাতালে ভর্তি আছে ১২ জন ।