মীর মোশারফ হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল ১৪ই জুন বেলা ১১টায় রাজবাড়ী সরকারী কলেজের ক্যাম্পাসে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ সয়ম সেখানে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ওষুধি গাছের প্রায় ২০টি চারা রোপন করা হয়। এ বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এছাড়া মীর মোশারফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি কবি সালাম তাসির, সহ-সভাপতি আসিফ মাহমুদ, শাহ মুজতবা রশীদ আল কামাল, মোয়াজেম হোসেন মজনু, সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক সাহেদ আলী বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফ বাবু, দপ্তর সম্পাদক দেলোরাজ ফত্ত, সহ-সাহিত্যিক সম্পাদক উচ্ছ্বাস কুমার ঘোষ, নির্বাহী সদস্য রঞ্জু আহমেদ ও তামান্না আমান মিষ্টিসহ কমিটির অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
মীর মোশারফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ীর সভাপতি কবি সালাম তাসির বলেন, সরকারের সারা দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে আমরা সংগঠনের পক্ষ থেকে রাজবাড়ী জেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করবো সেই কর্মসূচি হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে রাজবাড়ী সরকারী কলেজের ক্যাম্পাসে বৃক্ষরোপন করে এ কর্মসূচি’র উদ্বোধন করা হলো। আমরা পর্যায়ক্রমে অন্যান্য স্কুলগুলোতে গাছের চারা রোপন করবো।