ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ বিক্রেতা সোহান গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-১৫ ১৪:৫৭:১২

রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর মুন্সিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ লুৎফর রহমান চৌধুরী ওরফে সোহান চৌধুরী (৩৫)কে সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

  গত ১৪ই জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহান চৌধুরী রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর মুন্সিপাড়া গ্রামে শাজাহান চৌধুরীর ছেলে।

  জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর থানার এসআই সোহেল রানার নেতৃত্বে এএসআই মাহবুবুর রহমান মহসীনসহ সঙ্গীয় ফোর্স রামকান্তপুর মুন্সিপাড়া গ্রামে সোহানের বসত বাড়িতে অভিযান চালায়। এ সময় ১০৫ পিস ইয়াবাসহ সোহানকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ