ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীতে গ্যাস স্টোভ কিনে এসি ফ্রি পেলেন এক নারী শ্রমিক
  • শিহাবুর রহমান
  • ২০২১-০৬-১৫ ১৫:১৮:৩৫

রাজবাড়ী ওয়ালটন প্লাজা থেকে গ্যাস স্টোভ কিনে এসি ফ্রি পেয়েছেন সুমি আক্তার নামে এক নারী শ্রমিক। 

  গতকাল ১৫ই জুন দুপুরে রাজবাড়ী ওয়ালটন প্লাজা থেকে তার হাতে এসিটি তুলে দেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু।

  এ সময় রাজবাড়ী পৌর কাউন্সিলর আবু মোঃ হাসান, ওয়ালটন কুষ্টিয়া জোনের রিজিয়নাল সেলস ম্যানেজার অজিত কুমার দাস, রিজিয়নাল ক্রেডিট মনিটরিং আনিছুজ্জামান খান, টাঙ্গাইল জোনের সার্ভিস সেন্টার মনিটরিংয়ের ডেপুটি ডিরেক্টর সেলিম হোসেন, কুষ্টিয়া জোন এরিয়া ম্যানেজার সাইদুর রহমান, ওয়ালটন প্লাজা রাজবাড়ী শাখার ম্যানেজার রেজাউল করিম, রাজবাড়ী জেলার সার্ভিস সেন্টার ম্যানেজার রফিকুল ইসলাম ও ওয়ালটন প্লাজা পাংশা শাখার ম্যানেজার ইমদাদুল হকসহ ওয়ালটেনর ডিলারগণ উপস্থিত ছিলেন।

  ওয়ালটন প্লাজা রাজবাড়ী শাখার ম্যানেজার রেজাউল করিম জানান, দেশব্যাপী চলছে সুপার ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১১। ঈদুল আজহা উপলক্ষে ‘মেগা ঈদ ফেস্টিভাল’ ক্যাম্পেইনে পণ্য কেনায় নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন। এ ‘মেগা ঈদ ফেস্টিভাল’ ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের একটি গ্যাসের চুলা কিনে এসি ফ্রি পেয়েছেন রাজবাড়ী সদরের জুট মিলের শ্রমিক সুমি আক্তার। 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ