ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ী জেলার ১০টি সাংস্কৃতিক সংগঠনকে সংস্কৃতি মন্ত্রণালয়ের তিন লক্ষ টাকা অনুদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-১৭ ১৪:৫২:১৫

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চলতি ২০২০-২০২১ অর্থবছরে চারুশিল্প ও থিয়েটার খাত থেকে রাজবাড়ী জেলার ১০টি সাংস্কৃতিক সংগঠনের জন্য ৩লক্ষ টাকা অনুদান মঞ্জুর করেছে।   

  গতকাল ১৭ই জুন বিকালে জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস বিষয়টি নিশ্চত করে বলেন মন্ত্রণালয় থেকে গত ৯ই জুন উক্ত অনুদান মঞ্জুর করা হয়।  

  তিনি বলেন, রাজবাড়ীর ১০টি সাংস্কৃতিক সংগঠনকে প্রত্যেকটি ৩০ হাজার টাকা করে অনুদান পাবে। অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হচ্ছে ঃ রাজবাড়ীর স্বদেশ নাট্যঙ্গন, উদ্ভাস নৃত্যকলা একাডেমি, অরণি সাংস্কৃতিক সংসদ, উদীচী শিল্পী গোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, দোঁলনচাপা সংঙ্গীতাঙ্গন, আপন শিল্পী গোষ্ঠী, বালিয়াকান্দির নির্মল সাংস্কৃতিক একাডেমি, নবজাগরণ সাংস্কৃতিক সংগঠন ও উজ্জল সংগীত একাডেমিকে এই অর্থ দেওয়া হবে। 

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ