করোনা ভাইরাস সংকটের কারণে বন্ধ থাকা রাজবাড়ীর হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান ও বেকারীর শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবীতে গতকাল ৭ই মে সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কের মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে সংগঠনের জেলা শাখার উপদেষ্টা রবিউল আলম মিনু, সভাপতি নূরুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কালাম শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, এ খাতের শ্রমিকরা দিন মজুরদের মতো প্রতিদিন বেতন পান। কিন্তু করোনা ভাইরাস সংকটের কারণে গত ২৪শে মার্চ থেকে হোটেল-রেস্টুরেন্টগুলো বন্ধ থাকায় তারা কোন বেতন পাননি। এ ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে মালিকদের চিঠি দিয়েও তারা কোন প্রতিকার পাননি। আগামী ২৫শে রমজানের মধ্যে বন্ধকালীন সময়ের বেতন ও ঈদ বোনাস দেয়া না হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।