ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দের অসহায় নারীদের মধ্যে সংসদ সদস্য সালমা চৌধুরীর সেলাই মেশিন বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৬-১৯ ১৭:০৪:২০
জাতীয় সংসদের ৩৩৪ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা গতকাল ১৯শে জুন গোয়ালন্দ উপজেলার ৬৭ জন অসহায় নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গ্রামীণ অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জাতীয় সংসদের ৩৩৪ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা’র উদ্যোগে ৬৭ জনের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

  গতকাল ১৯শে জুন বেলা ১২টায় গোয়ালন্দ উপজেলার অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা উক্ত সেলাই মেশিন বিতরণ করেন।

  এ সময় সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, অসহায় নারীদের কর্মসংস্থান তৈরীর জন্য এই সেলাই মেশিন বিতরণ করা হলো। 

  অসহায় নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাড়ীর কাজকর্ম সেরে আপনারা সবাই এ মেশিন দিয়ে কাজ করবেন। লিষ্ট অনুযায়ী যাদের সেলাই মেশিন দিয়েছি প্রত্যেকের বাড়ী গিয়ে দেখবো তারা সেলাই মেশিন বিক্রি করে দিয়েছেন নাকি কাজ করছেন।

  গোয়ালন্দ  উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক বলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার অনুকূলে চলতি ২০২০-২০২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচী ৩য় পর্যায়ের টি.আর প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ২৫ লক্ষ ২হাজার টাকা ব্যয়ে মোট ৩৩২টি সেলাই মেশিন কেনা হয়। যার মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ২০ লক্ষ টাকায় ২৬৫টি সেলাই মেশিন গত ১৬ই জুন এবং ৫লক্ষ টাকা ব্যয়ে ৬৭টি সেলাই মেশিন গোয়ালন্দ উপজেলার অসহায় নারীদের মাঝে আজকে বিতরণ করা হলো।

  সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ