ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধে সদস্য দেশগুলোর প্রতি জাতিসংঘের আহ্বান
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২১-০৬-১৯ ১৭:১৩:২১

জাতিসংঘ সাধারণ পরিষদ মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি গত ১৯শে জুন আহ্বান জানিয়েছে। আর এটি সংঘাতপূর্ণ দেশটির সামরিক জান্তা সরকারকে নিন্দা জানিয়ে গ্রহণ করা বাধ্যবাধকতা না থাকা একটি প্রস্তাবের অংশ। খবর এএফপি’র।

  জাতিসংঘের সদস্যভূক্ত ১১৯টি দেশের সমর্থনে প্রস্তাবটি অনুমোদিত হয়। মিয়ানমারের প্রধান মিত্র দেশ চীনসহ ৩৬টি দেশ এ বিষয়ে ভোটদানে বিরত থাকে। এদিকে কেবলমাত্র একটি দেশ বেলারুশ এ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।

  দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশের পরিস্থিতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক আলোচনার দিনই এ ভোটাভুটি হয়। মিয়ানমারের সামরিক বাহিনী গত ১লা ফেব্রুয়ারী দেশটির বেসামরিক নেতা অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গাজায় যুদ্ধবিরতি গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব পাস
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে গণহত্যা দিবস পালন
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ প্রধানের
সর্বশেষ সংবাদ