ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দে নতুন দিনের স্বপ্ন নিয়ে ৩০ পরিবার নতুন ঘরে
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৬-২০ ১৫:৫৫:৩৩
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় গতকাল ২০শে জুন ৩০টি গৃহহীন পরিবারের মধ্যে দুই শতাংশ জমিসহ আধাপাকা নতুন ঘর প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের পর দ্বিতীয় পর্যায়ে নতুন ঘর পেয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৩০টি গৃহহীন পরিবার। 

  আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ২০শে জুন সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ আধাপাকা নতুন ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। 

  এদিন গোয়ালন্দ উপজেলায় ৩০টি পরিবারকে তাদের বরাদ্দের জমি ও ঘরের দলিলপত্র বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

  জানা গেছে, আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ শ্লোগানে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাদের জমিও নেই ঘরও নেই ৩০টি পরিবার পুনর্বাসনের জন্য ভূমিহীন ও গৃহহীনদের  ২শতাংশ জমিতে এসব ঘর তৈরি করে দেওয়া হয়েছে। রান্নাঘর সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধাসহ দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় হচ্ছে ১ লাখ ৯০ হাজার টাকা। অভাবী গৃহহীন নদীভাঙ্গা মানুষ স্বপ্নেও ভাবেনি তারা কোনা আশ্রয় পাবে, পাঁকা ঘরে হবে তাদের বসতি। নদীগর্ভে বিলীন শেষ সম্বল হারানো এসব পরিবারের কষ্টের দিনগুলো আর থাকবে না, তারা নতুন ঘরে নতুন আশা নিয়ে নতুন দিনের স্বপ্ন বুনবে উজ্জল ভবিষ্যতের প্রত্যাশায় সরকারের ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছেন।

  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল জানান, ৪টি ইউনিয়নে এই ঘরের দ্বিতীয় পর্যায়ে ৩০টি পরিবার এ সুবিধা পাচ্ছেন। দুই কক্ষবিশিষ্ট আধাপাকা ঘরের সাথে বারান্দা, রান্না ঘর ও সংযুক্ত টয়লেটসহ নির্মাণ কাজ করা হয়েছে। 

  উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নদী ভাঙ্গা গৃহহীন ভূমিহীনদের জন্য গোয়ালন্দ উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৩০টি (ক) শ্রেণীর ঘর নির্মাণ করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে গৃহহীন ও ভূমিহীনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী গৃহহীন ভূমিহীনদের উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৩০টি ঘর বরাদ্দ দিয়েছেন। ঘরগুলো পাওয়ার ফলে গৃহহীনরা খুশি হয়েছে। নদী ভাঙ্গনে এ অঞ্চলের মানুষ জর্জরিত। এসব গৃহহারা মানুষদের তালিকা প্রস্তুত করে সচ্ছতার মধ্য আনয়ন করতে পারলে প্রধানমন্ত্রীর এই কর্মসূচী আরো সফলতার মুখ দেখবে।

  এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ