করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে গতকাল ২১শে জুন দুপুরে মাস্ক বিতরণ করেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল।
গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে বিনামূল্যে এ মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। পৌরসভার এলাকার প্রতিটি মোড়ে, বাজারে, রাস্তায় চলন্ত ভ্যান, পথচারী, দোকানী ও সাধারণ জনগণকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক পড়িয়ে দেন মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল।
মাস্ক বিতরণের সময় গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক মিয়াসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।