ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
রাজবাড়ীতে স্বাস্থ্য বিধি না মানায় ৮জনের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৬-১০ ১৭:০৫:৪১

রাজবাড়ীতে স্বাস্থ্য বিধি না মানার দায়ে ৮জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 
  গতকাল ১০ই জুন রাজবাড়ী জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার ৫টি উপজেলায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রাজবাড়ী সদর উপজেলায় ৭জনকে ৩হাজার ২শত টাকা এবং কালুখালী উপজেলায় ১ জনকে ২শত টাকা জরিমানা করা হয়। এছাড়া পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও কাউকে জরিমানা করা হয়নি। 
  জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে গত ২০শে মার্চ থেকে এ পর্যন্ত জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ১ হাজার ১৮৩টি ভ্রাম্যমাণ আদালতে সর্বমোট ২২ লক্ষ ৭৩ হাজার ৯৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

 

শেখ হাসিনার বিচারের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল
অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালী ও পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ