ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীতে কঠোরভাবে লকডাউন ও স্বাস্থ্যবিধির বাস্তবায়নে প্রশাসন তৎপর
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৬-২৪ ১৪:৪৮:৩১

রাজবাড়ীতে করোনা বিস্তার রোধে কঠোরভাবে পালন হচ্ছে লকডাউন। 

  গতকাল ২৪শে জুন রাজবাড়ীর বিভিন্ন সড়কে ঘুরে দেখা যায় সড়কে ব্যারিকেট দিয়ে গাড়ি ও মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করে লকডাউনে বাধ্য করছে পুলিশ প্রশাসন। 

  এছাড়া লকডাউন পালনে রাজবাড়ীর জেলা প্রশাসনও কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও স্বাস্থ্যবিধি না মানলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। 

  রাজবাড়ীর জেলা প্রশাসন ও জেলা পুলিশ লকডাউন বাস্তবায়নে এক সঙ্গে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীতে দুরপাল্লার কোন বাস চলাচল করতে পারছে না। 

  এছাড়াও মার্কেট-বিপণী বিতান, মুদি দোকান, হোটেল, চায়ের দোকানসহ যে সকল দোকান পাটও বন্ধ রয়েছে। আর যে দোকানপাট বন্ধ রাখার কথা সেগুলো খুললেই প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। আর কিছু জরুরী দোকান পাট খোলা রয়েছে তার মধ্যে নিত্যপণ্য সামগ্রীর দোকান , কাঁচা বাজার ও ওষুধের দোকান রয়েছে। 

  এদিকে লকডাউনের বাস্তবায়নের রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান তৎপর রয়েছে। তারা মন্ত্রী পরিষদের নির্দেশনা বাস্তবায়নে বদ্ধপরিকর বলে জানিয়েছে।

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ