ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দে এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে॥বর পক্ষের জরিমানা
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২১-০৬-২৫ ১৫:২৮:৪৫
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের হস্তক্ষেপে গতকাল শুক্রবার একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালত বরপক্ষকে ৪হাজার টাকা জরিমানা করে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। ভ্রাম্যমান আদালতে বরপক্ষকে ৪হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোঃ জব্বার(৭০) এর ছেলে ও মুন্নু শেখের কন্যার সাথে বাল্য বিবাহ চলাকালে আনসার বাহিনীর সদস্যকে সাথে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ রফিকুল ইসলাম হাতে নাতে ধরে ফেলেন। এ সময় তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ আইন ২০১৭ এর ধারা ৫ মোতাবেক ছেলে পক্ষকে ৪হাজার টাকা জরিমানা ও এরকম কাজ করবে না মর্মে উভয় পক্ষ মুচলেকা গ্রহণ করেন।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ