করোনা ভাইরাস পরিস্থিতিতে আর্থিক সচ্ছলতার জন্য দেশের প্রতিটি মসজিদকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ৫হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের ৩০১টি মসজিদকে ১৫ লক্ষ ৫হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
গতকাল ১১ই জুন দুপুরে কালুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে মসজিদ কমিটিগুলোর নেতৃবৃন্দের কাছে চেকগুলো হস্তান্তর করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী, ইসলামিক ফাউন্ডেশনের কালুখালী উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ওবায়দুর রহমান, মডেল কেয়ারটেকার ইউনুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।