ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পাংশায় সরকারী বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ২১জনের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-০৩ ১৫:৪৪:৫৯
পাংশা উপজেলায় গতকাল ৩রা জুলাই সরকারী বিধি-নিষেধ অমান্য করে বাইরে চলাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ের ২১ জন ব্যক্তিকে ৬ হাজার ৯শত ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সরকারী বিধি-নিষেধ অমান্য করে বাইরে চলাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ের ২১ জন ব্যক্তিকে ৬ হাজার ৯শত ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

  গতকাল ৩রা জুলাই সকাল থেকে বিকাল পর্যন্ত পাংশা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী এবং সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনিম আওন। 

  পাংশা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলী বলেন, সরকারী বিধি-নিষেধ অমান্য করে বাইরে চলাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার কারণে ২১জন ব্যক্তিকে ৬হাজার ৯শত ৫০ টাকা জরিমানা করা হয়। এ সময় মানুষকে সচেতনতা করে তাদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। 

  এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানে পাংশা মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ