ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দিতে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ১১জনের অর্থ জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-০৮ ১৫:৩১:০২
বালিয়াকান্দি উপজেলায় স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অপরাধে ১১ ব্যক্তিকে গতকাল ৮ই জুলাই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অপরাধে ১১ জন ব্যক্তিকে ৩ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে। 

  গতকাল ৮ই জুলাই দুপুরের বালিয়াকান্দির সোনাপুর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা। 

  বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, বালিয়াকান্দির সোনাপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় সেখানে স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অপরাধে ১১ জন ব্যক্তিকে ৩ হাজার ২শত টাকা জরিমানা করা হয়। এছাড়াও মানুষকে সচেতনতা করে তাদের মাঝে মাস্ক বিতরণও করা হয়। বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করে।

  অপরদিকে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়কের মোড়ে মোড়ে মোটর সাইকেল চেকিং করাসহ সেনাবাহিনী ও পুলিশ দলকে টহল দিতে দেখা যায়।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ