ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দির তালপট্টি বাজারে আলু ভর্তি ট্রাকের ধাক্কায় ৩টি দোকান ভেঙ্গে তছনছ
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২১-০৭-০৯ ১৫:৩৫:১৪
বালিয়াকান্দির তালপট্টি বাজারে গতকাল ৯ই জুলাই সকাল ৭টার দিকে আলু ভর্তি ট্রাকের ধাক্কায় ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দির তালপট্টি বাজারে গতকাল ৯ই জুলাই সকাল ৭টার দিকে আলু ভর্তি ট্রাকের ধাক্কায় ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

  জানা গেছে, আলু ভর্তি ট্রাকটি কালুখালী থেকে আলু নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় যাচ্ছিল। বালিয়াকান্দির তালপট্টি বাজারে আসলে ট্রাকের ডাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ৩টি ঘরের সামনের অংশ ভেঙে ভিতরে ঢুকে যায়।  

  এতে বালিয়াকান্দির তালপট্টি বাজারের মানিক মিয়ার টিনের দোকান, সামিমের মুদি দোকান ও মিজানের মোটর সাইকেল পার্সের দোকানেরব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ট্রাকের ডাইভার ছাড়া কেউ আঘাত প্রাপ্ত হয়নি। 

  বালিয়াকান্দি বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক বদরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ট্রাকের মালিকের সাথে কথা বল্লে তিনি ও ঘটনাস্থলে আসলে কথা হয়। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৯০ হাজার টাকা ক্ষতিপূরণের মাধ্যমে ঘটনার সমাধান হয়। 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ