ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় নারীদের মাঝে উত্তরণ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৭-০৯ ১৫:৪১:০৫
উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ৯ই জুলাই গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় নারী ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়ার(যৌনপল্লীর) অসহায় নারী ও দুস্থ মানুষের মধ্যে করোনাকালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেশন। 

  বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক(ডিআইজি) ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান বিপিএম-পিপিএম(বার) এর সার্বিক ব্যবস্থাপনায় গতকাল ৯ই জুলাই বেলা ১১টায় উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। 

  এ সময় গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ জাকির হোসেন, এসআই মোঃ মামুনসহ থানা পুলিশের সদস্যরা ও অসহায় নারী ঐক্য সংগঠনের সভাপতি ঝুমুর বেগম উপস্থিত ছিলেন।

  জানা গেছে, যৌনপল্লীর অসহায় ও দুস্থ ১১৫২ জন নারীদের মধ্যে প্রত্যেককে ১বক্স করে চাল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বর্তমানে মানবিক পুলিশিং কার্যক্রমেরে অংশ হিসেবে ডিআইজি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় যৌনপল্লীর ১১৫২ জন অসহায় নারীর মধ্যে পুষ্টিকর খাবার চাল দেওয়া হয়েছে।

মহান মে দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী
নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে রাজবাড়ীর পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
সর্বশেষ সংবাদ