ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
করোনা পরিস্থিতি ও আম্পান পরবর্তী দুর্যোগ মোকাবেলায় দৃঢ় প্রত্যয়ে কাজ করছে যশোর সেনানিবাস
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৬-১২ ১৬:১৫:৪৯
করোনা পরিস্থিতি ও আম্পান পরবর্তী দুর্যোগ মোকাবেলায় দৃঢ় প্রত্যয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে বাংলাদেশ সেনা বাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের সেনা সদস্যরা -মাতৃকণ্ঠ।

করোনা পরিস্থিতি ও আম্পান পরবর্তী দুর্যোগ মোকাবেলায় দৃঢ় প্রত্যয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে বাংলাদেশ সেনা বাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। 
  করোনার শুরুতে লকডাউনে সাধারণ জনগণকে ঘরে রাখা, ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা, কোয়ারেন্টাইন ও লকডাউন অমান্যকারীদের ঘরে ফেরানো, সরকারী নির্দেশনা বাস্তবায়ন, দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া, হাট-বাজার, দোকান-পাট ও বিপণী বিতানগুলোতে লিফলেট বিতরণ, মাইকিং, স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণ, গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহারে উৎসাহিত করাসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে তারা।
  এর পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ মেরামত, ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহ, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান, স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণসহ তাদের বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। 

 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ