ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশায় জুম মিটিংয়ের মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৭-১১ ১৫:৩৩:২৬

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে গতকাল ১১ই জুলাই জুম মিটিং-এর মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২১ পালন করা হয়েছে।

  পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালিযুক্ত হয়ে অতিথিদের মধ্যে আলোচনা করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানাত আল মতিন। 

  পরিবার পরিকল্পনা দপ্তরের ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ জুম মিটিং-এ ভার্চুয়ালিযুক্ত হয়ে অভিমত ব্যক্ত করেন।

  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান এ আল মামুন। 

  তিনি অধিকার ও পছন্দই মূল কথা ঃ প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে, কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে প্রতিপাদ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে জুম মিটিং-এর মাধ্যমে আলোচনা চলে দুপুর দেড়টা পর্যন্ত।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ