ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-০৭-১৪ ১৪:৫৪:৫০
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালালের নিকট গতকাল ১৪ই জুলাই রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুলের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন আওয়াম

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালুখালী থানায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুল।

  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আশিক মাহমুদ মিতুল রাজবাড়ী জেলায় করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় করোনা রোগীদের চিকিৎসাসেবা, ডাক্তার ও পুলিশ সদস্যদের সেবা প্রদানে সহযোগিতার অংশ হিসেবে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। 

  গতকাল ১৪ই জুলাই বেলা ১১টায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পিপি, মাস্ক ও ওষুধ গ্রহণ করেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল ও কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান।

  এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী(টিটো), উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, মৃগী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ বদর উদ্দিন সরদার, সাওরাইল ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সোহেল আলী মোল্লা, সদস্য জামির হোসেন জয়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক সাগর মন্ডল, ছাত্রলীগ নেতা নাজির হোসেন ও আশরাফুল ইসলামসহ অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ