রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৯জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল ১৪ই সদর উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলো- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের রাজবাড়ী থানার মামলার আসামী শ্রীপুর গ্রামের মোঃ হাফিজ উদ্দিন মোল্লার ছেলে ফারুক মোল্লা(৩২), অপর মাদক মামলার আসামী রামচন্দ্রপুর গ্রামের কোরবান শেখের ছেলে লিটন শেখ(২৮), রাজাপুর গ্রামের নজরুল শেখের ছেলে আসামী সুমন শেখ, বিনোদপুর গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে আসামী বাবু(৫০), দক্ষিণ ভবানীপুর গ্রামের রিপন সরদার(২৮), বিনোদপুর গ্রামের সন্তোষ কুমার সরকারের ছেলে বিষু সরকার(৪৬), বিনোদপুর গ্রামের হাচেন সরদারের ছেলে সিদ্দিক সরদার(৬০), সোনাকান্দর গ্রামের আতর আলী গাজীর ছেলে আবু বক্কার সিদ্দিক(৫৪) ও ১নং বেড়াডাঙ্গার মৃত সামসুর রহমান ছেলে আজিম খাঁ(৩৮)।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৯জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেন।