ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দিতে স্বাস্থ্য কমপ্লেক্স-উপজেলা প্রশাসন ও থানায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৭-১৫ ১৪:৪৫:৪৪
করোনা ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা সেবা অব্যাহত রাখতে গতকাল বৃহস্পতিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বারের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয় -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাস প্রতিরোধ ও চিকিৎসা সেবা অব্যাহত রাখতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনকে ও বালিয়াকান্দি থানায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

  গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের নিজস্ব উদ্যোগে পিপিই, গ্রাউন, সেফটি গগলস, মাস্ক ও ফেসশিল্ড স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, বালিয়াকান্দি থানার পক্ষে গ্রহন করেন খানা অফিসার ইনচার্জ তারিকুজ্জামান।

  এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ হান্নান মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, হারুন অর রশিদ হারুন, যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, যুগ্ম-আহবায়ক শফিকুর রহমান তুহিন, ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান আনিছ, সাবেক সাধারন সম্পাদক সোহেল মাহমুদ মন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ