ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দৌলতদিয়া ঘাটে ২৪ ঘন্টায় ৫হাজার ৮৬৩টি যানবাহন ফেরীতে নদী পার
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৭-২৩ ১৪:৫৯:৪৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্ত থেকে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৮৬৩টি যানবাহন ফেরীতে পদ্মা নদী পার হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি। 

  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ শিহাব উদ্দিন জানান, গত ২২শে জুলাই ভোর ৬টা থেকে  গতকাল ২৩শে জুলাই ভোর ৬টা পর্যন্ত মোট ৫ হাজার ৮৬৩টি যানবাহন নদী পার হয়েছে। এরমধ্যে দূরপাল্লার বাস ৯৩৩ টি, প্রাইভেটকার-মাইক্রোবাস ৪ হাজার ৭৮০টি এবং ১৫০ টি পণ্যবাহী ট্রাক ফেরীতে নদী পার হয়েছে। 

  এ সময় তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ৭০০টি মোটর সাইকেলও নদী পার হয়েছে। আর যাত্রী পার হয়েছে ৩ হাজার ৪৯১ জন। এ সকল যাত্রী ও যানবাহনগুলো সুন্দর ভাবে নদী পারের জন্য সহযোগিতা করা হয়েছে। বর্তমান এই নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৬টি ফেরী রয়েছে।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ