ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
কালুখালীতে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে তৎপর প্রশাসন
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-০৭-২৫ ১৫:৪৩:২০

দেশব্যাপী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে তৎপর রয়েছে রাজবাড় জেলার কালুখালী উপজেলা প্রশাসন। 

  মানুষ বিনা কারণে ঘর থেকে রাস্তায় বের হলেই জেরার মুখে পড়তে হচ্ছে। জরিমানাও করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা পুলিশের সদস্যরাও লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

  গতকাল ২৫শে জুলাই উপজেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে দেখা যায়। বিভিন্ন স্থানে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। 

  এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃস্টি করাসহ মানুষকে ঘরে থাকার এবং সঠিকভাবে মাস্ক পরার নির্দেশনা প্রদান করেন। 

  অপরদিকে কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান বলেন, পুরো থানা এলাকায় পুলিশ টহল দিচ্ছে। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মানে সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। 

  তবে চলমান লকডাউনে বিভিন্ন ব্যবসায়ীরা জানান, চলমান লকডাউনে আমরা ঋণগ্রস্ত হয়ে পড়েছি। ঋণের টাকায় সংসার চালাচ্ছি। জানি না কিভাবে এই ঋণ পরিশোধ করতে পারবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে স্বাস্থ্যবিধি মেনে আমাদের ২/৩ ঘন্টা দোকানপাট খোলার ব্যবস্থা করে দিলে ভালো হয় বলে তারা জানান।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ