ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী জেলা বিএমএ’র সেক্রেটারী ডাঃ পাতা’র মৃত্যুতে ডিসি-এসপি ও সিভিল সার্জনের শোক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-০৩ ১৪:৩৫:১১

বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন(বিএমএ) এর রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও বরিশাল জেলার প্রাক্তন সিভিল সার্জন ডাঃ এএফএম শফিউদ্দিন পাতা(৬০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল ৩রা আগস্ট দুপুর ২টায় রাজধানী ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

  তাঁর অকাল মৃত্যুতে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  

  পৃথক পৃথক শোক বার্তায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন মরহুম ডাঃ এএফএম শফিউদ্দিন পাতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করাসহ তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

  উল্লেখ্য, ডাঃ এএফএম শফিউদ্দিন পাতা গত ২৬শে জুলাই পাংশায় পজিটিভ হবার পর গত ২৮শে জুলাই রাজধানী ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। তার পৈত্রিক বাড়ি পাংশা উপজেলার কলিমহর ইউপির সাঁজুরিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ৩ কন্যা সন্তান, ২ভাই ও ১ বোনসহ বহু আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ