রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে কৃষকলীগের আয়োজনে গত ৩রা আগস্ট বিকালে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের আয়োজনে ও বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের সহযোগিতায় গোয়ালন্দ ইউরোপিয়ান কলেজিয়েট স্কুল চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ মমিন শেখের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপিস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, গোয়ালন্দ উপজেলার কৃষকলীগের যুগ্ম-আহবায়ক এস এম দোলোয়ার হোসেন তুষার, এছাড়াও গোয়ালন্দ পৌর কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিক মোল্লা, সদস্য সচিব লিটন আলী, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব মমিনুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাজেদ শেখ, সাধারণ সম্পাদক কামাল সরদার, উজানচর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল প্রামানিক, সাধারণ সম্পাদক শাহিন খান, দেবগ্রাম ইউনিয়ন সভাপতি আলতাফ সরদার ও সাধারণ সম্পাদক হায়াত শেখসহ প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সদস্য-সচিব হাবিবুর রহমান হাবিব।
আলোচনা সভা শেষে অতিথিরা অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল ৫ কেজি, মসুর ডাল ১ কেজি, আলু ১ কেজি, সয়াবিন তেল ৫০০ গ্রাম ও সাবান ১ পিস। খাদ্য সহায়তা পেয়ে অসহায় মানুষেরা কৃষক লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।