ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে আজ ২৭ হাজার ৩শত মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৮-০৬ ১৪:১৫:৩৪

মহামারি কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের আওতায় আজ ৭ই আগস্ট রাজবাড়ী জেলা জুড়ে ২৭ হাজার ৩শত জন মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। 

  গতকাল ৬ই আগস্ট রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, আজ ৭ই আগস্ট ভ্যাকসিন ক্যাম্পেইনে জেলার ২৫ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠী, অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব নারী-পুরষ ও শারীরিক প্রতিবন্ধীদের এই করোনা ভ্যাকসিন দেওয়া হবে। করোনার ভ্যাকসিন পেতে অবশ্যই তাকে অনলাইনের নিবন্ধন থাকতে হবে এবং পরবর্তীতে তার মোবাইলে মেসেজ আসলে তিনি কেন্দ্রে এসে করোনার ভ্যাকসিন নিতে পারবে। 

  তিনি আরো বলেন, আজ শনিবার কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইনে রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়নে ২৫ হাজার ২শত জনকে চীনের সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হবে। প্রতি ইউনিয়ন ৬শত জনকে ও রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে ১হাজার ৮শত জনকে ভ্যাকসিন দেওয়া হবে। পৌরসভার প্রতি ওয়ার্ড থেকে ২০০ জন ভ্যাকসিন পাবে। এছাড়া পাংশা পৌরসভার ১টি ওয়ার্ডে আজ ৩শত মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। 

  রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান বলেন, আজ ৭ই আগস্ট সকাল ৯টায় সদর উপজেলার মিজানপুর ইউপির চরনারায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করবেন রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী।

  তিনি আরো জানান, আজকের পর আগামী ১৪ই আগস্ট থেকে ইউনিয়ন ও পৌরসভায় নিয়মিতভাবে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলবে।   

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ