রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামে নেপিয়ার ঘাসের সাথে গাঁজা চাষ করায় পুলিশ আজিজ খান(৩২) নামে গাঁজা চাষীকে গ্রেপ্তার করেছে।
গত ৫ই আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিজ খান রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের মৃত ছিটু খানের ছেলে।
রাজবাড়ী থানার এসআই হিরন কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামে নেপিয়ার ঘাসের জমিতে গাঁজা চাষ করা হচ্ছে। তারই ধারাবাহিকায় অভিযান চালিয়ে গাঁজা চাষীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে একই গ্রামের আরজু মন্ডলের বাড়ির পশ্চিমে নেপিয়ার ঘাসের জমি থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাঁজার গাছের উচ্চতা ৮ ফিট ও ওজন ৫৬০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১৬ হাজার ৫ শত টাকা। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামরা দায়ের করা হয়েছে।