ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ী সদরের চরনারায়নপুরে করোনা টিকাদান কেন্দ্রে ছাত্রলীগ নেতার উদ্যোগ মাস্ক বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-০৭ ১৪:১৬:০৪

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের উদ্যোগে গতকাল ৭ই আগস্ট সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে চরনারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টিকাদান কেন্দ্রে জনগণের মাঝে ফ্রি মাস্ক ও স্যালাইনের পানি বিতরণ করা হয়েছে।

  চরনারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায় ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলামের নির্দেশনায় ছাত্রী লীগের স্বেচ্ছাসেবী টিম মানুষের মাঝে মাস্ক, স্যালাইনের পানি ও টিকা নিতে আসা মানুষকে সহযোগিতা করছে।

  টিকা কার্যক্রম উদ্বোধন করতে আসা রাজবাড়ী-১ আসনে সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী এ সময় ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলামসহ যারা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানুষের সেবায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন এই করোনা মহামারিতে সত্যিই তারা ভালো কাজ করে যাচ্ছে।

  রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন, দেশরত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত গণটিকা প্রদান কর্মসূচীতে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশক্রমে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে চরনারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিকা কেন্দ্রে আমরা ফ্রি মাস্ক, স্যালাইনের পানি বিতরণ ও টিকা নিতে আসা মানুষকে সেবা দিয়ে যাচ্ছি।

  এ সময় রাজবাড়ী সদর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, মিজানপুর ইউনিয়নের পূর্ব অঞ্চলের ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল রানা, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, এছাড়াও রায়হান হোসেন, সাগর, স্বাধীন ও রিমন টিকাদান কেন্দ্রের কাজে অংশগ্রহণ করেন।

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ