রাজবাড়ী সদর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডে করোনা টিকাদানের কর্মসূচির উদ্বোধন করেছেন রাজবাড়ী-১ আসনে সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী।
গতকাল ৭ই আগস্ট সকাল ৯টায় তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরানায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিনি করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাইমি মোঃ সায়েফের সভাপতিত্বে টিকাদান কার্যক্রমের উদ্বোধনীতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, রাজবাড়ী সদর থানাও ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ^াস, সহ-সভাপতি নজের মওলা নজু, সাধারণ সম্পাদক মোঃ আমিন উদ্দিন আহম্মেদ টুকু মিজি ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনা টিকাদান উদ্বোধনকালে রাজবাড়ী-১ আসনে সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, আজকে থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু হলো। প্রত্যেকটি ইউনিয়নের সকল মানুষকেই টিকা দেওয়া হবে। বর্তমানে এক সঙ্গে সবাই টিকা পাবে না। কিন্ত পর্যায়ক্রমে প্রত্যেকটি মানুষকে সরকার টিকার আওতায় আনবে।
তিনি আরো বলেন, প্রথমে যখন টিকা দেওয়া হয়েছে। তখন মানুষের টিকার প্রতি আগ্রহী ছিল না। তার কারণেই অনেক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তাই এখন টিকা নিয়ে সকলেই আগ্রহী। টিকা নিলে নিজে সুস্থ থাকবেন, সুস্থ থাকবে পরিবারের লোকজন।