ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৮-১৫ ১৫:৪১:১৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় গতকাল ১৫ই আগস্ট উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

  দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে গোয়ালন্দ উপজেলা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন, কোরআনখানী, বৃক্ষরোপণ, মিলাদ মাহফিল এবং বিকাল ৪টায় গোয়ালন্দ প্রপার হাই ষ্কুল মাঠ চত্বরে আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন ও সোনালী ব্যাংকের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে চেক বিতরণ করা হয়। 

  গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হকের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেনের সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।

  আলোচক হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি  আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নার্গিস আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ গোলজার হোসেন মৃধা ও মোঃ মামুনুর রশিদ বক্তব্য রাখেন।

  এদিকে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কাযার্লয়ে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ