ঢাকা বুধবার, মে ১, ২০২৪
রাজবাড়ীর কিশোর-কিশোরী ক্লাবে উপকরণ বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-১৬ ১৫:৫৮:৩৫
রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১৬ই আগস্ট দুপুরে উপ-পরিচালকের কার্যালয়ে সদর উপজেলার ১৫টি কিশোর-কিশোরী ক্লাবের জন্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১৬ই আগস্ট দুপুরে উপ-পরিচালকের কার্যালয়ে সদর উপজেলার ১৫টি কিশোর-কিশোরী ক্লাবের জন্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

  সঙ্গীত শিক্ষকদের মধ্যে উপকরণ সামগ্রী বিতরণ করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, সদর উপজেলার নির্বাহী অফিসার ফাইমি মোঃ সায়েফ ও প্রোগ্রাম অফিসার তহমিদা খানমসহ প্রমুখ। এছাড়াও এ সময় সুপার ভাইজার, জেন্ডার প্রমোটার ও সঙ্গীত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার ১৫টি কিশোর কিশোরী ক্লাবে যাতে ভালো ভাবে সঙ্গীত শিখতে পারে তার জন্য হারমোনিয়াম ও তবলা সেট প্রদান করা হয়। এছাড়াও ৩জন জেন্ডার প্রমোটারকে বাইকেল দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ