ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বালিয়াকান্দিতে ১৭ জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৮-১৭ ১৪:৪৮:২৪
বালিয়াকান্দিতে গতকাল মঙ্গলবার সকালে সোনালী ব্যাংক লিমিটেডের বিশেষ সিএসআর কার্যক্রম বাস্তবায়নের আওতায় ১৭জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ১৭জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

  গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দেশে চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় দেশব্যাপী সোনালী ব্যাংক লিমিটেডের বিশেষ সিএসআর কার্যক্রম বাস্তবায়নের আওতায় বালিয়াকান্দি উপজেলার হতদরিদ্র, সাময়িক কর্মহীন এবং প্রান্তিক জনগোষ্ঠীর ১৭জনের মাঝে প্রত্যেককে ২হাজার টাকার চেক বিতরণ করা হয়।

  উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, সোনালী ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন ও সোনালী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয় রাজবাড়ীর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইদ্রিস আলী ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ