ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীতে কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-১৭ ১৪:৪৯:০৩
সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে গতকাল ১৭ই আগস্ট বিকেলে কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে আলোচনা সভায় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মের নামে মানুষ হত্যার প্রতিবাদে গতকাল ১৭ই আগস্ট বিকেলে কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে উপজেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বক্তব্য রাখেন।

  কালুখালী উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কার খান, যুগ্ম-আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, বিপ্লব বিশ^াস, সদস্য এডঃ আব্দুস সাত্তার, শাহিন খান ও গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোমিন শেখ প্রমুখ বক্তব্য রাখেন।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ