ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দ উপজেলার এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৮-১৯ ১৪:৪৪:১৮
গোয়ালন্দ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ১৮ই আগস্ট বিকাল ৫টায় থানা পুলিশ বিশেষ মহড়া দেয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ বিশেষ মহড়া দিয়েছে।

  গত ১৮ই আগস্ট বিকাল ৫টায় থানা চত্বর থেকে মহড়া শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক, জাতীয় মহাসড়ক, দৌলতদিয়া ঘাট প্রদক্ষিণ শেষে আবার থানা চত্বরে এসে শেষ হয়।

  জানা গেছে, গোয়ালন্দ উপজেলার প্রধান প্রধান প্রবেশ পথে পুলিশের চেক পোস্টে ইতিমধ্যেই ব্যাপক টহল জোরদার করা হয়েছে। তাছাড়া দৌলতদিয়া ঘাটে দালালদের দৌরাত্ম কমাতেও বিশেষ ভূমিকায় কাজ করছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

  গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সার্বিক নির্দেশনায় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ও আইন-শৃঙ্খলা ঠিক রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। যেকোনো ধরনের নাশকতা এড়াতে কাজ করছে থানা পুলিশ। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী সকল নির্দেশনা বাস্তবায়নে ও সার্বক্ষনিক মাঠে আছে থানার পুলিশ সদস্যরা।

  তিনি আরো বলেন, “অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো অবস্থায় কোন প্রকার ছাড় দেওয়া হবে না। ”

  এ সময় থানার অপারেশন অফিসার এস আই মোঃ জাকির হোসেন, এসআই দেওয়ান শামীম, এসআই মামুন, এসআই সৈয়দ ইমামুজ্জামানসহ অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ