জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন রাজবাড়ী জেলার আয়োজনে বালিয়াকান্দি উপজেলায় জনসচেতনতা তৈরি ও করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী মাস্ক ও ১টি সাবান বিতরণ করা হয়েছে।
গতকাল ১৯শে আগস্ট দুপুরে চৌরঙ্গী মোড়ে জনসাধারণের মাঝে এই সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণকালে জনসচেতনতা মূলক বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।
এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরীন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু, পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক বিধান কুমার দাসসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার, বাজার বণিক সমিতির সহ-সভাপতি ফরাদ হোসেন ও সহ-সাধারণ সম্পাদক আকব্বর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।