রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ১৯শে আগস্ট সদর উপজেলার খানগঞ্জ ও রামকান্তপুর ইউনিয়নের মহামারি করোনা ভাইরাস ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪শত দুঃস্থ-অসহায় পরিবার মাঝে জিআর চাল বিতরণ করেন।
খানগঞ্জ ইউনিয়ন ঃ গতকাল বৃহস্পতিবার সকালে খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী মুসলিম মিশন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে ২শত দুঃস্থ অসহায় পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
চাল বিতরণের পূর্বে চেয়ারম্যান আতাহার হোসেন তকদির খানগঞ্জ ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও উপজেলা নির্বাহীকে অফিসারকে ধন্যবাদ জানিয়ে খানগঞ্জ ইউপির ভাঙ্গা রাস্তা গুলো দ্রুত সংস্কার করার জন্য সংসদ সদস্যের কাছে দাবী জানান।
প্রধান অতিথি এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, রাস্তাঘাট খারাপের কারণ মানুষের চলাফেরা কষ্ট হচ্ছে আমি নিজেও সেটা অনুধাবন করি। খানগঞ্জের রাস্তার সংস্কারের কাজ চলছে দ্রুত রাস্তার কাজ শেষ হবে। বেলগাছীতে কাজ হচ্ছে আরোও হবে বেলগাছী আলিমুজ্জামান স্কুলের বিল্ডিং, গালর্স স্কুলের বিল্ডিং আমার করা। বেলগাছীর সব উন্নয়ন মূলক কাজ আমার করা। এই রাস্তার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি।
খানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক প্রামানিকের সভাপতিত্বে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কুমার প্রামানিক, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব সিরাজুল ইসলাম এবং আওয়ামী নেতা আশরাফুল আলম আক্কাসসহ খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীগণ ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রামকান্তপুর ইউনিয়ন ঃ গতকাল বৃহস্পতিবার দুপুরে রামকান্তপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ২শত দুঃস্থ অসহায় পরিবারের মাঝে দশ কেজি চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
চাল বিতরণের পূর্বে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসেম বিশ্বাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসানুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, সাবেক সভাপতি আবু তালেব মাষ্টার, ৭নং ওয়ার্ড সদস্য মোঃ নুর মোহাম্মদ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সদর উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কুমার প্রামানিক উপস্থিত ছিলেন।