ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীর নদী ভাঙন এলাকা পরিদর্শনে সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৮-২১ ১৬:১১:১৭
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য সালমা চৌধুরী রুমা গতকাল ২১শে আগস্ট দুপুরে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সাথে নিয়ে সদর উপজেলার বিভিন্ন স্থানে শহর রক্ষা বাঁধে ভাঙন এলাকা পরিদর্শন করেন -মাত

রাজবাড়ীর সদর উপজেলার বিভিন্ন স্থানে শহর রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত রয়েছে। গতকাল ২১শে আগস্ট দুপুরে সদর উপজেলার গোদার বাজার ঘাট থেকে বলগেটে করে সিলিমপুর ও বোলতে সুইচগেট পর্যন্ত নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন জাতীয় সংসদের ৩৩৪ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য সালমা চৌধুরী রুমা। 

এ সময় ফরিদপুর পশ্চিম অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল হেকিম, বাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ, সহযোগী অধ্যাপক(অবঃ) গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, যুবলীগের নেতা এস.এম মনিরুল ইসলাম মঈনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  পরিদর্শন শেষে এমপি সালমা চৌধুরী রুমা বলেন, আমরা নদী ভাঙন বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি এবং কোথায় কি সমস্যা রয়েছে আমরা সেটা দেখেছি। এছাড়াও সেখানকার মানুষের কি ধরণের সদস্যার মধ্যে রয়েছে সেটাও আমরা জানতে চেয়েছি। তারা সেই সমস্যা গুলো আমাদের কাছে বলেছে। সেই অনুয়ারী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত কাজ করতে বলেছি। যাতে শহর রক্ষা বাঁধ ভেঙে শহরে পানি না ঢুকে পরে। নদী ভাঙ্গন রোধে আমরা কাজ করে যাচ্ছি। অতিদ্রুতই আমরা ভাঙন রোধ করতে পারবো।

  ফরিদপুর পশ্চিম অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকেম বলেন, পাহাড়ী অঞ্চলে অনেক বৃষ্টিপাতের কারণে পদ্মা নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে। এতে করে রাজবাড়ীর শহর রক্ষা বাঁধে কিছু কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। আমরা সেগুলো রক্ষায় কাজ করে যাচ্ছি। যাতে সেখানে আর কোন ক্ষতি না হয়। এছাড়াও ক্ষতি হলেও সেখানে আমরা সেখানে কি ধরণের ব্যবস্থা নিতে পারি সেটাও আজকে দেখে গেলাম।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ