ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
নিউজার্সিস্থ সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি আমেরিকা ইনকের নতুন কমিটির অভিষেক
  • যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু
  • ২০২১-০৮-২৪ ১৪:২৫:৪৪
যুক্তরাষ্ট্রের নিউজার্সিস্থ সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি আমেরিকা ইনকের নব নির্বাচিত কমিটির অভিষেক ও ১২বছর পূর্তি উৎসবে নেতৃবৃন্দ কেক কাটেন -মাতৃকণ্ঠ।

যুক্তরাষ্ট্রের নিউজার্সিস্থ সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি আমেরিকা ইনকের নব নির্বাচিত কমিটির অভিষেক ও ১২ বছর পূর্তি উৎসব গত ২২শে আগস্ট রাতে অনুষ্ঠিত হয়। ২০০৮ সালে এ সমিতির প্রথম গঠন করা হয়ে ছিল।

  প্যাটারসন সিটির বেঙ্গল ইন্সুরেন্সের হল রুমে বর্ণিল অভিষেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের তিন পর্বে নতুন কমিটির শপথবাক্য পাঠ, আলোচনা এবং ১২বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয় অনুষ্ঠানে।

  অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্ঠা মোশাররফ আলম ও ডাক্তার আকামত আলী তালুকদার এবং বিশেষ সম্মানিত অতিথি ছিলেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, সহ-সভাপতি আব্দুল হামিদ, মিনা আবেদিন, সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, নিউউজার্সি স্টেট বিএনপি সভাপতি সৈয়দ জুবায়ের আলী, নারী নেত্রী হাসিনা পাঠান ও আওয়ামী লীগ নেতা এনায়েত করিম খোকা।

  এ ছাড়াও ওই অনুষ্ঠানে  সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি আমেরিকা ইনকের  পক্ষ থেকে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি সমির উদ্দীন মাস্টার, সাবেক  সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সাঈদ উর রহমান, সহ-সাধারণ সম্পাদক হেলেনা আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এবিএম জাফরান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক শাহাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান জায়েদুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক মাসুদ চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক এডভোকেট হাফিজুর রহমানসহ সমিতির বর্তমান ও সাবেক কার্যকরী কমিটির সদস্য ও উপেদেষ্টামন্ডলীগন।

  আলোচনা সভায় সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি হোসেন পাঠান বাচ্চু এবং সভা পরিচালনা করেন নতুন সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাছান রিপন।

 কাতারে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের মতবিনিময়
রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
সর্বশেষ সংবাদ