ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দে পদ্মার পানি বিপদসীমার উপরে ঃ পানিবন্দি ২হাজার পরিবার
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৮-২৪ ১৪:২৬:৩৪
গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি গতকাল মঙ্গলবার বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লঞ্চ ঘাটসহ নদী তীরবর্তী অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে -মাতৃকণ্ঠ।

পদ্মা নদীর পানি গতকাল মঙ্গলবার গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

  এতে উপজেলার নদী তীরবর্তী অধিকাংশ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ২হাজার পরিবার। তলিয়ে গেছে গ্রামীণ অনেক রাস্তাঘাট। এতে করে সংশ্লিষ্ট এলাকার লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। মাঠ-ঘাট তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। 

  পানি উন্নয়ন বোর্ডের গোয়ালন্দ উপজেলার গেজ রিডার সালমা খাতুন জানান, গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এখানে পানির বর্তমান লেভেল ৯ দশমিক ১৬ মিটার। তবে গত কয়েকদিনের তুলনায় পানি বৃদ্ধির হার আজকে কিছুটা কম।

  এদিকে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ জামাল হোসেন জানান, পদ্মা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সোমবার সকালে দৌলতদিয়ার ৪নং ফেরী ঘাটের পল্টুনের সংযোগ সড়কটি ডুবে যায়। এছাড়া তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় আটকা পড়েছে শতশত যানবাহন।  

  গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল জানান, উপজেলার পদ্মা নদীর তীরবর্তী  ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেয়া তথ্যানুযায়ী গত সোমবার পর্যন্ত ১হাজার ৯৫০টি  পরিবার আংশিক পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে দৌলতদিয়া ইউনিয়নে ৮০০টি, দেবগ্রাম ইউনিয়নে ৬০০টি, উজানচর ইউনিয়নে ৩০০টি এবং ছোট ভাকলা ইউনিয়নে ২৫০টি পরিবার রয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে ভুক্তভোগী পরিবারের সংখ্যাও বৃদ্ধি পাবে। প্রাপ্ত তালিকা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নিকট পাঠানো হয়েছে।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ