ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দিতে বিভিন্ন জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২১-০৮-২৫ ১৪:৫৩:৩৬
বালিয়াকান্দি উপজেলায় গতকাল বুধবার সকালে বারুগ্রাম বিলে পোনা মাছ অবমুক্ত করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে গতকাল বুধবার সকালে রাজস্ব খাতের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে নির্বাচিত বিভিন্ন বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি প্রাতিষ্ঠানিক ও মুক্ত জলাশয়ে ৮৬ হাজার টাকা মূলের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
  উপজেলার বারুগ্রাম বিলে ৬০ কেজি, বারুগ্রাম আবাসনের পুকুরে ৩০ কেজি, উপজেলা পরিষদ পুকুরে ৩০ কেজি, দূর্গাবদ্দী প্লাবন ভূমি ২৭.১৫ কেজি, তালবাড়ীয়া বিলে ৫০ কেজি পাকুড়ীয়া বিলে ৫০ কেজি ও মাশালিয়া বিলে ৬০ কেজি সর্বমোট ৩০৭.১৫ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়। 
  এ সময় রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফ(চঃ দাঃ), উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাবিউল হক, রাজবাড়ী সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তারসহ বিভিন্ন মৎস্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ