রাজবাড়ী জেলার কালুখালীতে গতকাল ২৫শে আগস্ট ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫হাজার ৮০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, কালুখালী উপজেলা মৎস্য দপ্তর গতকাল বুধবার রতনদিয়া বাজারে অভিযান চালিয়ে বিক্রির সময় উক্ত জাল জব্দ করে। এ সময় বিক্রেতা পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি।
পরে সন্ধ্যায় কালুখালীর আর্চ ব্রিজের সামনে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেনের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক ও সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ শাহরিয়ার জামান সাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।