ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
বালিয়াকান্দির মানসিক ভারসাম্যহীন ডালিম শেখকে খুঁজছে তাঁর পরিবার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-২৮ ১৪:৩৮:৩৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাওনাড়া গ্রামের পাভেল ওরফে ডালিম শেখ(২২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে খুঁজছে তাঁর পরিবার। 
  ডালিম বাওনাড়া গ্রামের মৃত আঃ মালেক শেখের ছেলে। গত ৯ই জুলাই রাত ৮টায় বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এরপর বাড়ির লোকজন ও আত্নীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করার পরও তাঁকে এ পর্যন্ত পাওয়া যায়নি। 
  ডালিমের কাকা বিপ্লব শেখ বলেন, ডালিম একজন ভারসাম্যহীন মানুষ। মাথায় সমস্যার কারণে এর আগেও একাধিকবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গিয়েছিলো। কিন্তু আবার কিছু দিনের মধ্যে বাড়িতে ফিরে আসে। কিন্তু এবার গত ৯ই জুলাই রাতে বাড়ি থেকে বের হয়ে কোথাও চলে গেছে। এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। আমরা তাকে অনেক স্থানে খুঁজে যাচ্ছি। এখনো পাইনি। তিনি আরো বলেন, নিঁখোজ ডালিমের গায়ের রং ফর্সা, শারীরিক অবস্থা ভালো, উচ্চতা অনুমান ৫ফুট-৬ইঞ্চি। যদি কোন ব্যক্তি ডালিমকে দেখতে পান তাহলে বিল্পব শেখের মোবাইল নম্বর-০১৭২৪৮২৩৭৬৩ যোগাযোগ করতে অনুরোধ করেন নিখোঁজের পরিবার।
  উল্লেখ্য, ডালিমের হারানোর বিষয়ে গত ২৯শে জুলাই বালিয়াকান্দি থানায় বিপ্লব শেখ জিডি নং-১০১৯ এন্ট্রি করেন। 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ