ঢাকা সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
নিউজার্সিতে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরীর মতবিনিময় সভা
  • যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু
  • ২০২১-০৮-২৮ ১৪:৩৯:৩১

যুক্তরাষ্ট্র সফররত নবীগঞ্জ উপজেলা পরিষদের জনন্দিত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমের সাথে নিউজার্সি প্রবাসী নবীগঞ্জ উপজেলাবাসী ও বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা গত ২৭শে আগস্ট রাতে প্যাটারসন সিটির স্টার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। 

  নিউজার্সিস্থ হবিগঞ্জ ডিষ্ট্রিক এসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম মজুমদারের সভাপতিত্বে ও নিউজার্সি স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে প্যাটারসন সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডন্ট শাহীন খালিক ও বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোশাররফ আলম, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী(মোশাহীদ), সাংগঠনিক সম্পাদক সাঈদ-উর রহমান, হবিগঞ্জ ডিষ্ট্রিক এসোসিয়েশনের সহসভাপতি আকলাকুল আম্বিয়া, নিউজার্সি স্টেটে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য প্রসূন কান্তি তালুকদার, সুনামগঞ্জ জনকল্যাণ সমিতির কোষাধক্ষ আমিরুল ইসলাম, প্যাটারসন সিটি আওয়ামী লীগের আহ্বায়ক সায়েক হোসেন, যুগ্ন আহ্বায়ক সানিয়াত চৌধুরী, সজীব আহমেদ চৌধুরী রুবেল উপস্থিত ছিলেন।

  অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনকো-এর সভাপতি সাব্বির হোসাইন, আব্দুল বাসিত, আলমগীর কবির চৌধুরী, আকিকুর রহমান, গৌতম কান্তি ঘোষ, শাহনুর চৌধুরী ও বিপ্লব মিয়া প্রমুখ।

  সভায় রাজনীতি ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমকে প্যাটারসন সিটি কাউন্সিলের পক্ষ থেকে বিশেষ সন্মাননা প্রদান করেন সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডন্ট ও প্রভাবশালী কাউন্সিলম্যান ও বাংলাদেশী-আমেরিকান শাহীন খালিক।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আরটিভি’র জন্মদিন পালিত
 কাতারে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের মতবিনিময়
সর্বশেষ সংবাদ