জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে রাজবাড়ীর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল ২৮শে আগস্ট সকাল ১০টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২৮শে আগস্ট থেকে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম সর্ম্পকে সাংবাদিকদের অবহিত করেন জেলা মৎস্য কর্মকর্তা শামিমা আক্তার। এরপর বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ রোকনুজ্জামান।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান বলেন, আমরা চেষ্টা করছি এই জেলার মৎস্য খাতকে আরো উন্নত করতে। যারা এই জেলার মৎস্য খাতের উন্নতির জন্য যারা কাজ করেছে আমি চেষ্টা করছি তাদের থেকে একটু হলেও বেশি কিছু করতে। করোনা মহামারিতে মৎস্য খাতে অনেক ক্ষতি হয়েছে রাজবাড়ীতে তার পরেই কিন্তু মৎস্য খাত এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি আমরা।
এছাড়াও তিনি বলেন, যদি কোন প্রকৃত জেলে মাছ ধরতে গিয়ে মারা যায় আমরা তার পরিবারকে ৫০ হাজার টাকা দিবো।
এ সময় মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক সৈয়দ শাহজাহানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।