রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গতকাল ২৮শে আগস্ট বিকালে মূলঘর ইউনিয়নের রশোড়া বাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সস্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, গোয়ালন্দ উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মানিক বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মূলঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহানাজ সানু।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আগস্ট মাস জাতির জন্য শোকের মাস। এই মাসেই আমরা হারিয়েছি জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারকে। এই দিনে আমরা তাদের জন্য দোয়া করবো।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তারা চেয়েছিলো আওয়ামী লীগকে শেষ করে দিতে। বঙ্গবন্ধুর নাম এই দেশ থেকে মুছে ফেলতে। কিন্তু তাদের সেই চাওয়া পূরণ হয়নি। যারা এই দেশের জন্য জীবন দিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবো। কারণ তাদের অবদানেই আমাদের এই দেশ স্বাধীন হয়েছে।
তিনি আরো বলেন, মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় নেতাকর্মীদের মধ্যে বিভেদের কারণে এই ইউনিয়নে নৌকার প্রার্থী জয় লাভ করে না। আগামী ইউপি নির্বাচনে এই ইউনিয়নে যাকেই নৌকা দেওয়া হোক না কেন আপনারা সবাই তাকেই ভোট দিবেন। যদি আপনারা নৌকাকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনারা নৌকায় ভোট দিবেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইউনুস আলী মুজাহিদীন।